গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন ছাত্র সংগঠন (NUSA) করোনায় কর্মহীন, অসহায় ও দরিদ্র ১ শ’ পরিবারের মধ্যে ঈদ খাদ্য ও স্বাস্থ্য সুরস্থা সামগ্রী বিতরণ করেছে। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রীর প্যাকেট পৌছে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়াদুধ ১ প্যাকেট, তেল ১ লিটার, আলু ২ কেজি, লবন ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাউল ৫শ’ গ্রাম, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো লাইফবয় সাবান ১টি, বল সাবান ১ টি,ডিটারজেন্ট পাউডার ১ প্যাকেট ও সার্জিক্যাল মাক্স ২টি।
সংগঠনের ফেসবুক গ্রুপের এ্যাডমিন শৈশব সরকার, কোরবান আলী ও সৈয়বুর রহমান সৈয়ব বলেন, নিজামকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন NUSA । প্রাক্তন শিক্ষার্থীদের টাকায় করোনায় গৃহবন্দি অসহায় মানুষকে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply