কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ী এই শ্লোগানে ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও প্রচারনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কোটালীপাড়া ওয়ালটন প্লাজা প্রাঙ্গণ থেকে প্লাজার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ালটন প্লাজায় এসে এক প্রচারনামূলক সভায় মিলিত হয়।
ওয়ালটন প্লাজার কোটালীপাড়া শাখার ম্যানেজার কাজেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারনামুলক সভায় ইসলামী ব্যাংক কোটালীপাড়া শাখার ম্যানেজার ইব্রাহিম জোয়াদ্দার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, এইচ এম মেহেদী হাসানাত বক্তব্য রাখেন।
ওয়ালটন প্লাজার কোটালীপাড়া শাখার ম্যানেজার কাজেম আলীর বলেন, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮চ “ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ী” এই শ্লোগানের সাথে সাথে রয়েছে আরও লক্ষ লক্ষ উপহার। তাই স্থানীয় পর্যায়ে আমাদের অফার ও পণ্যের গুনগত মান সম্পর্কে ক্রেতা সাধারণকে অবহিত এবং আগ্রহী করে তুলতে এ র্যালি ও প্রচারভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply