কোটালীপাড়ায় নারায়ন চন্দ্র দামের ২য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাবেক সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দামের ২য় প্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ভট্টের বাগান নিশানাথ খোলা কালী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে এ স্মরণ সভা ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়।
ভট্টের বাগান নিশানাথ খোলা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় কোটালীপাড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, ৪নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর রকিবুল হাসান, নারায়ন চন্দ্র দামের সহধর্মিনী লিলা দাম,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফরিদপুরের গৌর গোপীনাথ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য দ্বিকবিজয়ানন্দ গোস্বামী ভাগবত পাঠ করেন।পরে অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। #
Leave a Reply