কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক দিন ব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে এডাব,গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এডাবের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও জাগরণী সংস্থার পরিচালক রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা সমাজসেবা অফিসার মো: রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, এডাবের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বাবু , জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায় ঊক্তব্য রাখেন।
সেমিনার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply