কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
আজ বুধবার মেয়র প্রার্থী হাজী মোঃ কামাল হোসেন শেখ পৌরসভার পশ্চিমপাড়, কয়খা, ফেরধরা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান বুলবুল, কবিরুল ইসলাম রুনি, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী খসরু, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি শেখ কাইয়ুম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, বুলবুল আহম্মেদ হাজরা, শেখ মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা শামীম দাড়িয়াসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। দীর্ঘদিন ধরে আমার পরিবার ও আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। করোনার কারণে পৌরসভার কিছু জনকল্যাণমূলক কাজ সমাপ্ত করতে পারিনি। আমি আবার মনোনয়ন পেলে মেয়র হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট পৌরসভা গঠন করবো।
উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply