কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন স্কুল কলেজ ও পাড়া মহল্লায় পূজা শুরু হয়। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পূজা অর্চনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান বৃদ্ধি ও শিক্ষা জীবনের সকল পর্যায়ে সফলতা কামনা করে প্রার্থনা করেন।
উপজেলার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ও সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সরস্বতী পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণী অর্চনা শেষে ধর্মীয় অনুষ্ঠানে সাথে আলোকসজ্জা,সন্ধ্যা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
Leave a Reply