কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে রাবেয়া বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড়া গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী।
কোটালীপাড়া থানার এসআই কাজী আবুল হাসান বলেন, স্থানীয় ঘাঘর বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মহুয়ার মোড় এলাকায় গেলে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে রাবেয়া বেগম গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
Leave a Reply