কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন শীর্ষক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের আয়োজনে প্রতিষ্ঠানটির হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুশান্ত বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সবুজ বিশ্বাস,উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিপঙ্কর বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিসংখ্যানবিদ সুভাষ চন্দ্র বালা, এন টি ই পি আই মো: জাকির হোসেন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
Leave a Reply