কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব ধারাবাশাইল গ্রামে গত বুধবার রাতে সংগঠিত অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ভ্যান চালক নিপুন রায়ে বাড়ি পরিদর্শন করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম।
গত শনিবার বিকেলে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এ বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এসময় ইউপি সদস্য নুর আলমসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে নিপুন রায়ের বসবাসের পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিপুন রায়, তার স্ত্রী ও দু’ ছেলে-মেয়ে পাশের কান্দি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন।
Leave a Reply