কোটালীপাড়া প্রতিনিধি :
ফিলিস্তিনির সাথে ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আতশবাজি ফোটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই আতশবাজি ফোটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।
এ সময় আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্ছু, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, বদিউজ্জামান দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, এ ধরনের যুদ্ধ কোন দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। তাই আমি চাই না বিশ্বের কোন একটি দেশের সাথে অন্য দেশের যুদ্ধ বেঁধে নিরহ মানুষ নিহত হোক। ইসরাইল যে ভাবে ফিলিস্তিনির মানুষদের হত্যা করেছে তাহা অত্যন্ত নিন্দনীয়। আমরা আর এ ধরনের যুদ্ধ দেখতে চাই না। আমরা যুদ্ধ চাই না শান্তি চাই।
Leave a Reply