কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১হাজার কর্মহীন ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
আজ সোমবার বিকেলে পৌরসভার হলরুমে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মুত্তাহিদুর রহমান শিরু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের প্রধান সমর কুমার রায়, গোপালগঞ্জ জেলা শাখার ম্যানেজার দাউদ মোল্লা, কোটালীপাড়া শাখার ম্যানেজার মো: উজ্জল মোল্লাসহ অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply