গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান পাভেল নমে এক যুবক (২৩) নিহত হয়েছে। গতকাল রোবার রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান পাভেল কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহত পাভেলের বড় ভাই সোহেল রানাকে (২৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান,পাভেলের দুলাভাই করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। বোনকে সান্তনা দিতে পাভেল ও সোহেল দু’ একটি মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়ায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাথালিয়া নামকস্থানে তাদের মোটর সাইকেলে ট্রাক ধাক্কা দিলে পাভেল ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় সোহেল রানা। সোহেলকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পাভেলের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply