গোপালগঞ্জ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচীর আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের পক্ষ থেকে আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রি হাইব্রিড ধান-৭ জাতের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার ব্রি, আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জে ২ কেজি করে ৪০ জন কৃষকের হাতে ধান বীজ তুলে দেন প্রধান অতিথি পিএসও এবং ব্রি গাজীপুরের হাইব্রড রাইচ বিভাগের প্রধান ড. মোঃ জামিল হাসান।
এ সময় ব্রি গাজীপুর হাইব্রিড রাইচ বিভাগের এসও ড. মোঃ হাফিজার রহমান ও ব্রি, আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের এসও এবং প্রধান মোঃ সাইদী রহমান।
ব্রি, আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের এসও এবং প্রধান মোঃ সাইদী রহমান বলেন, এ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫শ’ কেজি ব্রি হাইব্রিড ধান-৭ জাতের আউশ ধানের বীজ বিতরণ করা হবে।
Leave a Reply