কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফায়েকুজ্জামান তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা করিরুল ইসলাম রুনি, ফরমান মুন্সী, উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক এস এম ইস্রাফিল, বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, বর্তমান সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply