কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্ত্বরে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, এ উপজেলায় আমরা ৬হাজার ৪শত ৪৭জনের প্রথম ডোজ করোনা টিকা দিয়েছি । আজ বৃহস্পতিবার থেকে আমরা দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসুচির উদ্বোধন করেছি। প্রথম ধাপে দ্বিতীয় ডোজ ৪৫০ ভায়াল পেয়েছি। যা ৪ হাজার ৫শত জনকে দিতে পারবো।
Leave a Reply