কোটালীপাড়া প্রতিনিধি :
লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৮ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার লকডাউনের প্রথম দিনে সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪ হাজার ৮শত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বর্তমানের করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার জন্য সরকার লকডাউন দিয়েছেন। এ সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই সরকারের নির্দেশনা মানছেন না। যে সব প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply