কোটালীপাড়া প্রতিনিধি :
বর্ণিল আয়োজনে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন করে জ্ঞানের আলো পাঠাগার।
গতকাল ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
কোটালীপাড়া শাহানা-রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতির পিতার জীবন দর্শন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম বাবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি আজিজুল ইসলাম, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম, মহিউদ্দিন তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় জ্ঞানের আলো পাঠাগার কক্ষে শিশুদের নিয়ে পাঠাগারের সদস্যরা কেক কেটে আনন্দ উৎসবের মাঝে উদযাপন করে জাতির পিতার জন্মদিন। পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
Leave a Reply