গোপালগঞ্জ প্রতিনিধি :
জনতা ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্নাঢ্য অনুষ্ঠান মালার মাধ্যমে উদযাপন করেছে। আজ এ উপলক্ষ্যে ব্যাংকের ফরিদপুর বিভাগের জিএম মোঃ রমজান বাহারের নেতৃত্বে ফরিদপুর বিভাগের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মানাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিকেলে ব্যাংকের গোপালগঞ্জ কর্পোরেট শাখায় আয়োজিত “ বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও ৫০ বছরের অর্জন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের জিএম মোঃ রমজান বাহার, ডিজিএম মোঃ একরামুল হক আকন, ফরিদপুর কর্পোরেট শাখার এজিএম ফয়সল খান।
গোপালগঞ্জ কর্পোরেট শাখার এজিএম সৈয়দ আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যাংকের কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক মেহেদী মাহামুদ মোল্লা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply