কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ভবন চত্ত¡রে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য প্রথম টিকা নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম বার), উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, ওসি শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, প্রথম ধাপে আমরা ৭০৮ এ্যামপল টিকা পেয়েছি। এই টিকা আমরা ৭০৮০ জনকে দিতে পারবো। সে মোতাবেক আমরা রেজিষ্ট্রেশনের কাজ করছি। এ পর্যন্ত ৪৫০ জন ব্যক্তি রেজিষ্ট্রেশন করেছেন। এদের মধ্যে থেকে আমরা প্রথম দিনে ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ৫০জন করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছি।
Leave a Reply