গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সেবামূলক সামাজিক সংগঠন আমরা সবাই পরের তরে (আসপ) এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জ্ঞানের আলো পাঠাগার ও বিডি ক্লিন গোপালগঞ্জ শাখাকে এই সম্মাননা প্রদান করেণ। আজ (১২/১২/২০) বিকেলে সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মেলন কক্ষে আসপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জাহিদ অাজম জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের হাতে কোভিট-১৯ সেচ্ছাসেবী সম্মাননা তুলে দেয়।
করোান ভাইরাসের শুরু থেকে জ্ঞানের আলো পাঠাগার কোটালিপাড়া উপজেলার সর্বত্র সচেতনতা কার্যক্রম পরিচালনা করে জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
Leave a Reply