কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে।
আজ রবিবার উপজলোর সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর ব্লকের পাইকের বাড়ী গ্রামরে আমন চাষী পরশে হালদাররে রোপনকৃত আমন ধান কর্তনের মধ্যে দিয়ে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়। এ সময় উপ সহকারী উদ্ভদি সংরক্ষণ অফসিার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার করুনা বদ্যৈ,স্বপন মহালদার, রমন্দ্রেনাথ হালদার, মনি হালদার, বিপুল বাড়ৈ দিনেশ জয়ধর, বিকাশ সরকার, সুশান্ত মধু, শর্মিলা রানী, রাকিবুল ইসলাম ও সুমন মত্রৈ উপস্থিত ছিলেন।
উপজলো কৃষি অফিসার কৃষবিদি নিটুল রায় বলনে, উপজলোয় এ বছর ১৬০৩ হক্টের জমিতে আমন চাষ হয়ছে।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমন ধান কর্তন শুরু করলাম।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে বলনে, ধান ফসলের ফলন নিরুপনের জন্য প্রত্যেক মৌসুম আমরা নমুনা শস্যকর্তন করে উপজলোর সম্ভাব্য মোট ফলন নির্ধারণ করে থাকি। আজ আনুষ্ঠানকি শুরু হলো।
কর্তানুষ্ঠানে এলাকার প্রায় ৩৫ জন কৃষক /কৃষানী অংশগ্রহণ করনে।
Leave a Reply