গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিপ্লব কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মৃত খলিলুর রহমানের ছেলে।
তিনি ওই উপজেলার রামদিয়া বাজারে রড সিমেন্টর ব্যবসা করেন। পারিবার পরিজন নিয়ে তিনি রামদিয়া বাজারেই বসবাস করতেন।
সার্জেন্ট মাহামুদ আলম জানান, কাশিয়ানী থেকে মোটর সাইকেলে করে রামদিয়া ফেরার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে মুথোমুখি সংঘর্ষ হলে বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়।
Leave a Reply