কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কলেজ ছাত্রী সামিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ রবিবার উপজেলা পরিষদের সামনের সড়কে কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেবী রহমান, সমাজসেবিকা কৈশল্লা বাগচী, কলেজ ছাত্রী জেরিন খানম বক্তব্য রাখেন।
বক্তারা, ৭২ ঘন্টার মধ্যে কলেজ ছাত্রী সামিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য: গত ৩ অক্টোবর উপজেলার ডহরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাদারীপুরের ডাসার ইউমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা শিখা বেগম ৫জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply