কোটালীপাড়া প্রতিনিধি :
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সহ-সভাপতি ইদ্রিসুর রহমান, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তন্ময় বাগচী, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
বক্তারা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশসহ ধর্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।
Leave a Reply