মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনিতে স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন মোসাঃ রুমা বেগম-(২২) নামের এক গৃহবধু ও তার স্বামী। তবে গাছ থেকে নাড়িকেল পাড়ার অপরাধে চাচাতো ভাই তার লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
হাসাপাতাল ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, গৌরনদীর উপজেলার খাঞ্জাপুর এলাকার মাগুরা গ্রামের আরিফ সরদার তার স্ত্রী রুমা বেগমকে সাথে নিয়ে বেড়াতে আসেন তার শশুর মোঃ বেল্লাল সরদারের বাড়ি কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার ভাউতলী গ্রামে। এসময় আরিফ সরদার তার চাচা শশুর ভক্কা সরদারের একটি গাছ থেকে পানি খাওয়ার জন্য কয়েকটি নাড়িকেল পারেন। এতে করে চাচা শশুরের ছেলে শহিদুল ক্ষিপ্ত হয়ে আরিফের স্ত্রী রুমা বেগমকে প্রথমে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনার বাঁধা দিলে আরিফকে লাঠিদিয়ে পিটিয়ে আহত করে চাচা শশুর ভক্কা সরদার ও তার ছেলে শহিদুল। পরে স্থানীয় লোকজন এসে তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসাপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উপজেলার ডাসার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী রুমা বেগম বলেন, নাড়িকেল পাড়ার কারনে আমাকে এবং আমার স্বামীকে মারধর করেছে আমার চাচা ভক্কা ও তার ছেলে শহিদুল। আমরা তাদের নামে থানায় মামলা করবো।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ভক্কা ও শহিদুল সরদারকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply