কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমিনুজ্জামান খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা প্রজন্ম এস এম মিজানুর রহমান, রফিকুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান দিপু, নজরুল ইসলাম স্বপন, পলাশ সরদার, মনির দাড়িয়া, যুদ্ধকালীন কমান্ডারের সন্তান যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধা প্রজন্ম ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, ৭১এর পরাজিত শক্তি এক সময় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। আজ সেই পরাজিত শক্তির সন্তানেরা মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরাও সফল হতে পারবে না। আমরা আন্দোলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব।
Leave a Reply