কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লটারীর মাধ্যমে পৌর মার্কেটের পাকা, সেমিপাকা ১৬০টি দোকান ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার পৌরসভা হলরুমে এ লটারীর ড্র অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিয়াজুর রহমানের উপস্থিততে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান লটারীটি পরিচালনা করে। এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, পৌরসভার সচিব জহির উদ্দিন, কাউন্সিলরগনসহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
ঘাঘর বাজারের ব্যবসায়ী মশিউর রহমান বিপ্লব সিকদার বলেন, আমাদের উপস্থিততে অত্যন্ত স্বচ্ছতার সহিত দোকান বরাদ্দের লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। আমরা মেয়র মহোদয়ের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই।
Leave a Reply