কোটালীপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫শতাধিক দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলার শিকির বাজারে বসে প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সামাজিক দূরত্ব বজায় রেখে পোলার চাল, সেমাই, দুধসহ ঈদসামগ্রী বিতরণ করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এর আগে আমরা গাজী হাফিজুর রহমান লিকু ভাইয়ের উদ্যোগে ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছি। আজ ৫শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলাম।
Leave a Reply