কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলমান মৌসুমে রোপা আমনের ফসল সুরক্ষার প্রচেষ্টায় আমন ধানের রোগ -পোকামাকড় চিহ্নিত করে চাষীদের পরামর্শদানে উপজেলার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডের নেতৃত্বে রোপা আমনের নিবিড় পর্যবেক্ষণে উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ। চলমান কার্যক্রমটি উপজেলার প্রতি সপ্তাহের রবিবারে সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর ব্লকে, সোমবারে বান্ধাবাড়ী ইউনিয়নের মধুরনাগরা ব্লকে এবং আমতলী ইউনিয়নের দক্ষিনপাড় ব্লকে, মঙ্গলবারে কুৃশলা ইউনিয়নের মান্দ্রা ব্লকে ও বৃহস্পতিবারে হিরণ ইউনিয়নের মাঝবাড়ী ব্লকে চলমান রয়েছে। সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারীগণ জরীপ কাজ সম্পন্ন করে সপ্তাহের বুধবারে অফিসে রিপোর্ট প্রদান করে।
রবিবারে চলমান কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ব্রজেন্দ্রনাথ সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার মনি হালদার, বিকাশ সরকার ও রাকিবুল ইসলাম, স্প্রে মেকানিক বিভাষ বালা সহ সংশ্লিষ্ট ব্লকের আমন চাষীরা।
Leave a Reply