কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ সার বিতরন করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিলনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৫০ জনকে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ১৫ কেজি করে সার এবং ৩৭০ জনকে ১২ প্রকারের শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।
Leave a Reply