কোটালীপাড়া প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফসল ফলে, সোনার ফসল ফলাতে আজ সকল কৃষিবিদ মাঠে ময়দানে ” শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রোপা আমন ধানের সুরক্ষার প্রচেষ্টায় ক্ষতিকর পোকা চিহ্নিত করে চাষীদের পরামর্শদানের অংশ হিসাবে আলোর ফাঁদ উৎসব উৎযাপন করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি ব্লকে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডের উদ্যোগে এ ” আলোর ফাঁদ উৎসব ” অনুষ্ঠিত হয়। আলোক ফাঁদ স্থাপন করে আগত রোপা আমন চাষীদের পরামর্শ প্রদান করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, সহকারী কৃষি অফিসার ব্রজেন্দ্রনাথ সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্রনাথ হালদার, মনি হালদার ও বিকাশ সরকার, সুকান্ত রায়, সুমন মৈত্র ও রোপা আমন চাষী পরিতোষ পান্ডে বক্তব্য রাখেন। আলোর ফাঁদ
উৎসবে এলাকার প্রায় ৫০ জন রোপা আমন চাষী অংশগ্রহণ করে।
Leave a Reply