আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজা বৃহস্পতিবার দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ধাতব, হস্তজাত শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান, ফর্নিচার, কলকারখানাসহ বিভিন্ন বাড়িতেও সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্বকর্মা দেবের পুজা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্জিকা মতে, প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিনে স্বর্গের শিল্পী খ্যাত বিশ্বকর্মা দেবের পুজা অনুষ্ঠিত হয়ে আসছে। পুজা উপলক্ষে সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পুজার বিভিন্ন উপকরণের ডালি সাজিয়ে পুজার্চণা করে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।
Leave a Reply