কোটালীপাড়া প্রতিনিধি :
সমাজে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর কল্যাণে পবিত্র ঈদ উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেদে জনগোষ্ঠীর ১৬ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার তারাশী গ্রামে অস্থায়ী বেদে পল্লীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অপূর্ব চক্রবর্তীর উদ্যোগে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেদে জনগোষ্ঠীর মাঝে সেমাই, চিনি, দুধ,আলু, আটা, পেঁয়াজসহ নানা ধরণের ঈদসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ নেতা অপূর্ব চক্রবর্তী,সূর্যসেন হল ছাত্রলীগ নেতা হাসান মতিউর রহমান, ছাত্রলীগ নেতা অপূর্ব রায় উপস্থিত ছিলেন।
Leave a Reply