কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থার আয়োজনে তিন দিন ব্যাপী মানবাধিকার ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার জাগরণী সংস্থার প্রশিক্ষণ কক্ষে সংস্থাটির সভানেত্রী বিভা রানী বসু এ প্রশিক্ষনের উদ্বোধন করেন।
জাগরণী সংস্থার নির্বাহী পরিচালক রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে পি পি আর ডব্লিউ জি প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী শিবানী গাইন, প্রোগ্রাম ও ট্রেনিং অফিসার অনিল চন্দ্র রায়, ট্রেনি এন্ড মনিটরিং অফিসার সঞ্জয় হালদার, হিসাব রক্ষণ কর্মকর্তা যোগানন্দ বাড়ৈ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনে পি পি আর ডব্লিউ জি প্রোগ্রামের স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply