গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন(GSWA) ।
মুক্তিযোদ্ধা এডঃ কাজী আবদুর রশীদ ফাউন্ডেশনের সহযোগিতায় ওই ইউনিয়নে ৩ টি স্থানে শুক্রবার করোনায় কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়
এ দিন সকালে মুনিরকান্দি গ্রামে সাবেক এমপি প্রয়াত এডঃ কাজী আবদুর রশীদের বাড়ি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সদস্য ও গোহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা।
এই বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিন্ধিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর আবুল হোসেন, GSWA সম্পাদক ও মুক্তিযোদ্ধা এডঃ কাজী আবদুর রশীদ ফাউন্ডেশনের সচিব সজল কুমার সাহা, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ইকবাল, ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন মাতুব্বর, ইউনিয়ন যুবলীগ সভাপতি টুটুল বিশ্বাস, সমাজসেবী আবু কালাম, বাশার মোল্লা প্রমুখ।
পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট কালো রাতে শাহাদাত বরণকারী সকল শহীদ, ৩০ লক্ষ শহীদ, প্রয়াত সাংসদ কাজী আবদুর রশীদ এবং করোনায় মৃত্যু বরণ কারীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন সহ করোনা মুক্তিতে বিশেষ দোয়া করা হয় ।
পরে গোহালা বাজার ও সিন্ধিয়া ঘাট ডাকবাংলোর সামনে থেকে এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয় ।
সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী চিনি,সেমাই, গুড়ো দুধ, পোলাওর চাল, সাধারণ চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান ও মাক্স প্রদান করা হয় ।
সংগঠনের সভাপতি কাজী হারু ন অর রশীদ মিরন বলেন, করোনার প্রদুর্ভাব শুরুর পর থেকেই আমরা মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। করোন সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। করোনা মহামারীর মধ্যে ঘরে অবস্থান করে ঈদ করার আহবান জানিয়ে আমরা ঈদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply