আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় আদালতে মামলা দায়ের।
আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের ওই কলেজ ছাত্রীকে গত ১৩আগষ্ট জোর পূর্বক ধর্ষণ করে উপজেলার বাকাল ইউনিয়নের বাকপাড়া গ্রামের কানাই লাল বৈষ্ণবের ছেলে কর্নধর বৈষ্ণব।
ধর্ষণের পর স্থানীয়ভাবে ধর্ষিতার সাথে বিয়ের জন্য কর্নধর বৈষ্ণবকে চাপ প্রয়োগ করলে সে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বিচারের দাবিতে ওই ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
এসআই আব্বাস জানান, আদালতের মামলার কাগজ পেয়েছি। মামলাটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply