কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন। মেলায় বঙ্গমাতা প্লান্ট ডক্টর ক্লিনিক, আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন কৌশল, বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক সবিজ বাগান (কালিকাপুর মডেল)সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি স্টল মেলায় উপস্থিত অতিথিবৃন্দ পরিদর্শন করেন। আগামী ৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মেলার সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply