আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাদ আছর মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আবদুল্লাহ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
আলোচনা শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফজলুল হকের পরিচালনায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, সফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, মুরাদ হোসেন সিকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
Leave a Reply