গোপালগঞ্জ প্রতিনিধি :
কাশিয়ানীতে সরকারি জায়গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আকরাম মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কাশিয়নী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম রোববার বিকেলে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিদ্যাধর গ্রামে সরকারি জায়গায় দেশীয় তৈরী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারি জায়গায় মজুদ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত আকরাম মোল্লা নামের ওই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ী বালু ব্যাবসার উদ্দেশ্যেই অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করছিলো। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
Leave a Reply