গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্যা দুর্গত ১শ’ পরিবারের মধ্যে শুকনা খাবার ও জীবনন রক্ষাকারী ঔষুধ বিতরণ করেছে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।
আজ রোববার সকালে ওই উপজেলার বাঘিয়ার বিলের রামনগর গ্রামে স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ১শ’ পরিবারের মধ্যে মুড়ি,চিড়া,গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও জীবন রক্ষাকারী ১৫ রকমের ঔষুধ বিতরণ করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য, কোটালীপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকিব খান, আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক মনোজ সাহা, স্বেচ্ছা সেবক শামিম দাড়িয়া, মুরাদ হোসেন খান, রাজিব বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রামনগর গ্রামের সবিতা বিশ্বাস (৫০) বলেন, গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন শুধু খাবারই দেয়নি, সেই সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন,জ্বর, ঠান্ডা, কাশি, আমাশয়, গ্যাস্টিক সহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় ১৫ রকমরে ঔষুধ দিয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগ দেখা দেবে। এতে স্যালইন, ঔষুধ ও পানিবিশুদ্ধ করন ট্যাবলেট খুব কাজে আসবে। এজন্য আমি গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।
গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের প্রেসিডিয়াম সদস্য মনোজ সাহা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আমাদের সংগঠন থেকে মানবিক খাদ্য সহায়তা দিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আমরা বন্যাদুর্গত পরিবারের হাতে স্যালইন, ঔষুধ, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট দিয়েছে। এগুলো পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কোটালীপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকিব খান বলেন, আমরা গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনকে ৫ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণের জন্য দিয়েছিলাম। তারা কোটালীপাড়ার রামনগর গ্রামের বন্যাদুর্গত ১ শ’ পরিবারে এসব ট্যাবলেট সুন্দরভাবে বিতরণ করেছে। এ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের কার্যক্রম আমার ভাল লেগেছে। ভবিষ্যতে আমরা তাদের সাথে কাজ করবো।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আমরা গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের এ কার্যক্রমে বন্যার্তদের স্যালাইন সহ ১৫ রকমের ঔষুধ দিয়েছি। এটি তাদের জীবন রক্ষায় কাজ দেবে। গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন এমন মহত উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাড়াবে, আমরা এমনটিই তাদের কাছে প্রত্যাশা করছি।
Leave a Reply