আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং শরিয়তপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান রানার পিতা, তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আরা বেগমের স্বামী মোঃ শাহজাহান সরদার (৭৫) বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যদা প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্যমান্য ব্যক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবার সদস্যদের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply