আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌণ নিপিড়ণের মামলায় বখাটে গ্রেফতার।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী, বাকাল গ্রামের বাসিন্দা এক শিক্ষার্থীকে বুধবার বাজারে যাবার পথে যৌণ নিপিড়ন করে পশ্চিম বাকাল গ্রামের মঈজুদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির (২২)। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন নং-১৫ (২৭.৮.২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মামলায় একমাত্র অভিযুক্ত বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করে ওই দিনই আদালতে প্রেরণ করেছেন। এদিকে ভিক্টিমকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরন করেছে পুলিশ।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় উপজেলার ফুল্লশ্রী গ্রামের সামসুল হক ফকির ও মজিদ ফকিরের সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের হামলায় উভয় পক্ষের দুই জন হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় বুধবার রাতেই মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে সামসুল হক ফকিরের ভাই রহিম ফকিরকে বুধবার রাতেই গ্রেফতার করেছে।
Leave a Reply