গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনায় নতুন করে ১ ব্যাংকার সহ ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৮ জনে। এরমধ্যে ৪৯ জন সুস্থ্য হয়েছেন। ১ জান মারা গেছেন। আক্রান্ত ৬৮ জন বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মুকসুদপুর উপজেলায় সোনালী ব্যাংকের ১ কর্মকর্তা ও কাশিয়ানী উপজেলায় ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ৩০ জন, মুকসুদপুরে ২৬ জন, গোপালগঞ্জ সদরে ২১ জন, কোটালীপাড়ায় ২২ জন ও টুঙ্গিপাড়ায় ২২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ঢাকা,নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরতরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে সিভিলসার্জন জানান।
Leave a Reply