মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম কল্যান সমিতির অন্যতম সদস্য নীতেশ বালা-(৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ১’হাজার ৬০০শত টাকা উদ্ধার করা হয়। আটককৃত নীতেশ বালা মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার নবগ্রাম গ্রামের নিরঞ্জন বালার ছেলে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামরে নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়ার বাহাদুরপুর এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ১’হাজার ৬০০শত টাকা উদ্ধার করেন। পরে তাকে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এবং তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ডাসার থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
এ ব্যাপারে বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী নীতেশ বালাকে র্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।
Leave a Reply