কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি কৃৃষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষনের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আ: কাদের সরদার,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ব্রজেন্দ্রনাথ নাথ সরকার,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন।
Leave a Reply