কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
গত সোমবার বিকেলে মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা আদম তামিজী হকের পক্ষ থেকে পৌর ছাত্রলীগ উপজেলার কান্দি ও পিঞ্জুরী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ২শতাধিক কাটুন (প্রতি কাটনে ২৪ প্যাকেট) বিস্কুট বিতরণ করেন।
এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, ছাত্রলীগ নেতা রাজীব শেখ, আদম তমিজী হকের একান্ত সহকারী বিদ্যুত জাহিদ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার বন্যার্তদের মাঝে বিতরণের জন্য মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা আদম তামিজী হক ১ হাজার কাটুন বিস্কুট পাঠিয়েছেন। আমরা ইতোমধ্যে ২টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ২শতাধিক কাটুন বিস্কুট বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার সকল বন্যাকবলিত এলাকায় এ বিস্কুট বিতরণ করা হবে।
Leave a Reply