গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৫ শ’ ফলদ গাছের চারা বিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফের এ্যাসোসিয়েশন ও কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফের এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফের এ্যাসোসিয়েশনের সমাজকল্যাণ সার্বিক বিভাগের পরিচালক এস.এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. কাজী আব্দুর রশীদ এম.পির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধূরী এমদাদুল হক ২ শ’ ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। এ উপলক্ষ্যে এ দিন কোটালীপাপাড়া ও মুকসুদপুর উপজেলায় আরো ৩ শ’ গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply