কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।
গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূযোর্গপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আতিকুল হক কোটালীপাড়া উপজেলার গ্রামীন অবকাঠামো সংস্কার প্রকল্পের ৮৫টি নতুন রাস্তা পরিদর্শন করেন।
এ সময় দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুরুজ্জামান, জালাল আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, কোটালীপাড়ার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পের ৮৫টি নতুন রাস্তার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই রাস্তাগুলো পরিদর্শনের জন্য দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক স্যার কোটালীপাড়ায় এসে ছিলেন। তিনি এসব উন্নয়ন প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply