কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২১ আগস্ট পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আযোজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া,আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান হাজরা,আমিনুজ্জামান খান মিলন,কবিরুল ইসলাম,দেলোয়ার হোসেন সরদার,আতিকুজ্জামান খান বাদল,রুহুল আমীন খান,মিজানুর রহমান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন,কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
আয়নাল হোসেন শেখ বলেন, ভয়াল ২১ আগস্টের গ্রেনেট হামলায় ২৪ জন দলীয় নেতা-কর্মী নিহত হয়েছিলেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাসহ আহত হয়েছিলেন প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী। এই নারকীয় কান্ডের সাথে যারা জড়িত তাদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবী জানাচ্ছি।
Leave a Reply