কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আউশ ধান ব্রিধান-৪৮ প্রদর্শনীর নমুনা শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৮ আগষ্ট) বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আ: কাদের সরদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার এফ এম সহিদুল ইসলাম, রমেন্দ্রনাথ হালদার,মনি হালদার বক্তব্য রাখেন। মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্যসহ ১৩০ জন কৃষক ও কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply